insta logo
Loading ...
×

এবার বান্দোয়ানে ৩০ লাখি কমিউনিটি হল

এবার বান্দোয়ানে ৩০ লাখি কমিউনিটি হল

সঞ্জয় চৌধুরী, বান্দোয়ান :

ফুটবল ময়দানে কমিউনিটি হল। বরাদ্দ ৩০ লাখ টাকা। দেবে পুরুলিয়া জেলা পরিষদ। পুরুলিয়ার বান্দোয়ানে ফুটবল ময়দানে শুক্রবার কমিউনিটি হল নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করলেন জেলা পরিষদ সদস্য কলেন্দ্রনাথ মান্ডি। উপস্থিত ছিলেন বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রুদ্রাশীষ ব্যানার্জি , জেলা পরিষদ সদস্য আহ্লাদী মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগদীশ মাহাতো সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
জেলা পরিষদ সদস্য কলেন্দ্রনাথ মান্ডি জানান , বান্দোয়ান ব্লক ময়দানে কমিউনিটি হলের প্রয়োজন ছিল। সেই কমিউনিটি হলের ভিত স্থাপন করা হলো। ব্লক মাঠে সারা বছরের বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে। এই কমিউনিটি হল নির্মাণের ফলে খেলোয়াড় সহ এলাকার মানুষজন খুবই উপকৃত হবেন।

Post Comment