নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাঁশ বোঝাই একটি ট্রাক্টর। আর দুর্ঘটনার কবলে পড়লেন পাশ দিয়ে আসা এক বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ঝালদা – বাঘমুণ্ডি রাস্তায় বাঘমুণ্ডি থানার কাড়রুর কাছে। পুলিশ সূত্রে জানা গেছে বাঁশ বোঝাই ট্রাক্টরটি উলটে যেতেই বাইকটির সঙ্গে তার ধাক্কা লাগে। জখম হয়ে রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী পরেশ মাছুয়ার। তার বাড়ি এই থানারই সিন্দ্রি গ্রামে। পুলিশী সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Post Comment