নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
আবার জেলা পুলিশে রদবদল। বুধবার সন্ধ্যায় নির্দেশিকা জারি করেন পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়। জেলা পুলিশের পাঁচ জন সাব ইন্সপেক্টরকে বিভিন্ন থানা ও ফাঁড়ির আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে।
হুড়া থানা থেকে কাজী কওসর নাফিসকে ওসি মানবাজারের দায়িত্ব দেওয়া হয়েছে। বলরামপুর থানায় কর্মরত সৌমদীপ মল্লিককে বলরামপুর থানার ওসি করা হয়েছে। ভোজুডি কোল ওয়াসারি ফাঁড়ির ইনচার্জ শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে কাশিপুর থানার ওসি হিসেবে। ভোজুডি ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাঁওতালডি থানায় কর্মরত হাবিবুর রহমানকে। মানবাজার, বলরামপুর এবং কাশিপুর, এই তিন থানার ওসির দায়িত্বে থাকা যথাক্রমে পঙ্কজ সিং,কৌশিক বন্দোপাধ্যায় ও অমিত মাশান্ত সম্প্রতি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন। এদের মধ্যে পঙ্কজ সিং ও কৌশিক বন্দোপাধ্যায়কে পুরুলিয়া জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চে বদলি করা হয়েছে। অমিত মাশান্তকে বদলি করা হয়েছে আইবিতে। যদিও বদলির পরও কয়েক মাস তাদের নিজ নিজ থানাতেই ওসির দায়িত্বে রাখা হয়। বাঘমুন্ডি থানার ওসির দায়িত্ব পেয়েছেন সুইসা ফাঁড়ির ইনচার্জ অঞ্জন বিশ্বাস। এর আগে ইন্সপেক্টর পদে উন্নীত হয়ে বাঘমুন্ডি থানার ওসি রানা ভকত সিআইডিতে চলে যাওয়ার পর ওই থানার দায়িত্বে ছিলেন বলরামপুরের সার্কেল ইন্সপেক্টর বাপ্পা মিত্র।
এটা রুটিন বদলি বলে জানিয়েছে জেলা পুলিশ।
Post Comment