নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
আবাসন ছিল ফাঁকা। তারই সুযোগ নিল চোরেরা। হলো তালা ভেঙে চুরি। চুরি গেলো নগদ চার হাজার টাকা সহ লক্ষাধিক টাকার অলংকার। সোমবার পুরুলিয়ার ঝালদা থানায় অভিযোগ দায়ের করে ঝালদার বাসিন্দা মনোজ মাহাতো জানান, গত ২৪ ডিসেম্বর আবাসনে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন তাঁরা। সোমবার ফিরে দেখেন তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ঘরের ভেতরে সমস্ত জিনিস পত্র লণ্ডভণ্ড। খোলা রয়েছে আলমারিও। আবাসন সংলগ্ন এলাকার কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বেশ কয়েকজনকে।
Post Comment