insta logo
Loading ...
×

কৃষিক্ষেত্রে ড্রোন, বাঁচাবে সাপের কামড় থেকে

কৃষিক্ষেত্রে ড্রোন, বাঁচাবে সাপের কামড় থেকে

হরিনারায়ণ সূত্রধর, ঝালদাঃ

কৃষিক্ষেত্রে আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার। পাটঝালদা গ্রামে কৃষকদের নিয়ে কর্মশালা করলো ঝালদা ব্লক
কৃষি দপ্তর। এলাকার কৃষকদের নিয়ে হাতে কলমে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দিল ঝালদা ১ নম্বর ব্লক কৃষি বিভাগ। সহ কৃষি অধিকর্তা স্বরূপ পান্ডা জানান, “অত্যাধুনিক এগরিল ড্রোন যন্ত্র চাষিদের অনেক উপকারে আসবে। এই যন্ত্রের মাধ্যমে কৃষকরা অল্প সময়ে বিশাল এলাকায় কীট নাশক ওষুধ স্প্রে করতে পারবেন।” তিনি বলেন, একদিনে প্রায় ৩০ একর জমি ড্রোনের সাহায্যে স্প্রে করা যেতে পারে। এই যন্ত্রটির মূল্য সাত লক্ষ টাকা হলেও ক্রয় করার ক্ষেত্রে ৫০ থেকে আশি শতাংশ ছাড় রয়েছে। কৃষকরা চাইলে ক্রয় করার জন্য আবেদন করতে পারেন। আবেদন নেওয়া হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। এই যন্ত্র ভাড়াতেও পাওয়া যেতে পারে।
পাটঝালদা গ্রামের কৃষক প্রবীর কুইরী, ভীম লায়া প্রমুখরা বলেন, প্রশিক্ষণ পেয়ে বুঝলাম কৃষিতে উপকারী যন্ত্র এটি। খুব কম সময়ে অনেক বড় জমি কীট নাশক স্প্রে করা যাবে। ফসলের ঝাড়ের ভিতর ঢুকতে হবে না। সাপের কামড় থেকেও বাঁচা যাবে। ধান ক্ষেতেও স্প্রে করতে সুবিধা হবে। সমস্যা হল যন্ত্রটির যা মুল্য তাতে আমাদের মতো ছোট কৃষকদের সুবিধা হবে না। আমাদের এক বা দুই বিঘা জমিতে স্প্রে করার জন্য এত টাকা মুল্যের যন্ত্র ক্রয় করা সম্ভব নয়। তবে ভাড়াতে পাওয়া গেলে অনেক উপকার হবে।

Post Comment