insta logo
Loading ...
×

আফিম চাষ রুখল প্রশাসন, খোঁজ শুরু মিরজাপুরের গুড্ডু ভাইয়ার

আফিম চাষ রুখল প্রশাসন, খোঁজ শুরু মিরজাপুরের গুড্ডু ভাইয়ার

নিজস্ব প্রতিনিধি , কোটশিলা :

মিরজাপুরের গদির আড়ালে গুড্ডু ভাইয়ার মতোই কি কেউ পিছনে? রুখা পুরুলিয়ার মাটিতে চলছিল আফিম চাষ। তাও বন দপ্তরের ভূমিতে এবং বেআইনি ভাবে। পুলিশ – বন দপ্তর যৌথ অভিযান চালিয়ে নষ্ট করল আফিম। করল বন সৃজন। ঘটনা সোমবার সকালে। পুরুলিয়া বন বিভাগের কোটশিলা রেঞ্জের কাঁড়িয়র এলাকায়।
বন দপ্তর বিশ্বস্ত সূত্রে খবর পায় কাছে যে এই গ্রাম থেকে কিছুটা দূরে তাদের জমিতে আফিম চাষ চলছে। এই খবর পেয়ে বন কর্মীরা সেখানে গিয়ে বিষয়টি যাচাই করেন। আর তারপরই সোমবারের এই অভিযান। বন দপ্তর সূত্রে জানা গেছে প্রায় এক বিঘা ফাঁকা জমিতে সযত্নে চাষ করেছিল মাদক কারবারিরা। তাদের যত্নে জল ঢেলে ওই জমিতে থাকা সমস্ত গাছ নির্মূল করা হয়। লাগিয়ে দেওয়া হয় শতাধিক গাছের চারা। কিন্তু কারা ওই চাষ করেছিল তার বিষয়ে কেউ কিছু বলতে চাইছেন না। খোঁজ শুরু করেছে পুলিশ ও বন বিভাগ।

বছর দুয়েক আগে অযোধ্যা পাহড়তলীর আড়শা থানার মহুলটাঁড় গ্রাম সংলগ্ন এলাকায় প্রথম আফিম চাষের হদিশ পেয়েছিল পুলিশ। সেখানেও সমস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়। গত বছর বলরামপুর থানার ঘাটবেড়া এলাকাতেও কয়েক বিঘে জমিতে আফিম চাষ নষ্ট করে দেওয়া হয়।
কেন পুরুলিয়ার মতো প্রত্যন্ত এই জেলাতে আফিম চাষের প্রবণতা বাড়ছে, সেই প্রশ্ন আঙুল তুলছে আবগারি দপ্তরের নজরদারি নিয়ে।

Post Comment