নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সুবিখ্যাত নরহরি দাস গল্পে বাঘের ভাগ্নে হয়ে অবতীর্ণ হয়েছিল শেয়াল। এবার বাঘের আতঙ্কের মধ্যেই পুরুলিয়ায় শিয়ালের হামলা। বন থেকে বেরিয়ে লোকালয়ে হানা দিল শিয়াল। তার হামলায় জখম হয়েছেন এক মহিলা। ঘটনা পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের তেলিডি গ্রামে। শুক্রবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গ্রামের অদূরে একটি মাঠে গিয়েছিলেন গ্রামের প্রৌঢ়া মমতা মাহাত। বছর ৫০এর সেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালটি। শনিবার বিকেলে ওই মহিলা ঝালদা ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে এলে বিষয়টি প্রকাশ্যে আসে। ঝালদা রেঞ্জ কার্যালয়েও বিষয়টি জানান প্রৌঢ়া। এলাকায় খেঁকশিয়াল এবং গোল্ডেন জ্যাকেল থাকলেও শিয়ালের হামলা এই প্রথম।
Post Comment