নিজস্ব প্রতিনিধি, মানবাজার: বাইক ও চার চাকার গাড়ির সংঘর্ষে জখম হলেন এক যুবক।শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার ২ নং ব্লকের অন্তর্গত বোরো থানার জারাগোড়া জোড়ের সামনে।পরে অবশ্য বোরো থানার পুলিশ জখম যুবককে বসন্তপুর হাসপাতালে নিয়ে যায়। ওই জখম যুবকের নাম কৃষ্ণকিশোর মুর্মু। তার বয়স ১৭। বাড়ি জারাগোড়া গ্রামে। পরে জখম যুবককে উন্নতর চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।

Post Comment