অমরেশ দত্ত, মানবাজার:
“বিশাখার পটে আঁকা মধুর নিরুপম।
কান্ত ললিতার শ্রীরাধা প্রীতম”।।
সেই কবে লিখে গিয়েছেন কাজি নজরুল ইসলাম। আজও ব্রজকিশোর গোপাল ঠাকুরকে নিয়ে বনভোজনে মাতে মানবাজার। এ এক অন্য বনভোজন। শুধু বর্ষবরণের ফূর্তি নয়, অনাবিল ভক্তিরসে স্নাত মানবাজারে এ এক অনন্য পিকনিক। নাম গোপাল বনভোজন।
প্রতি বছরের মতো এবছরও মানবাজার নামোপাড়ায় গোপাল বনভোজনের মধ্যে দিয়ে উৎসব পালিত হল মহা সমারোহে। বুধবার গোপালসায়েরে মহোৎসবকে ঘিরে এলাকার মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। খাওয়া দাওয়া আনন্দ উৎসব, সব কিছুরই আয়োজন ছিল এদিন। পিকনিক উপলক্ষে সহস্রাধিক মানুষজন হাজির হলেন গোপালসায়েরে। নতুন বছরকে স্বাগত জানাতে যখন নাচ গান আনন্দের পাশাপাশি কেউ ঘুরতে যান চিড়িয়াখানা, কেউ আবার পার্কে, ঠিক তেমন ভাবেই এদিন গোপাল বনভোজনের মধ্যে দিয়ে উৎসবে মেতে উঠলেন এলাকার মানুষেরা। গোপাল ঠাকুরের প্রসাদে আমিষ পদ থাকবে না, এটাই স্বাভাবিক। সম্পূর্ণ নিরামিষ মেনুতে ছিল খিচুড়ি, পায়েস, চাটনি।
গোপালনগর থেকে মানবাজার নামোপাড়ায় শনিবারই আগমন ঘটে গোপাল ঠাকুরের। নিয়ম রয়েছে পৌষ মাসের ১৫ তারিখ পার করে হবে এই পিকনিক। সেই ঐতিহ্য বজায় রেখে এবার ১৬ তারিখ আয়োজিত হয় গোপাল বনভোজন।
Post Comment