insta logo
Loading ...
×

ঠিকানা খুঁজছে আলো

ঠিকানা খুঁজছে আলো

অমরেশ দত্ত, পুঞ্চা:

কোথায় আলো? সেই ঠিকানাই খুঁজে চলেছে ‘আলোর ঠিকানা ‘। দেশীয় সংস্কৃতির মধ্যে লুকিয়ে সভ্যতার মানোন্নয়নের আলো। সেই মান উন্নয়ন ও আদর্শ শিক্ষাদানের লক্ষ্যে ‘জনসংস্কৃতি’ বদ্ধপরিকর। এই লক্ষ্যকে সামনে রেখে নাচ গান কবিতা নাটকের মধ্যে দিয়ে পুঞ্চা ব্লকের অন্তর্গত নপাড়াতে ‘আলোর ঠিকানা’ পাড়া অনুষ্ঠান কর্মসুচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো। কিশোর-কিশোরী বাহিনীদের অনুষ্ঠানে ২৫ জন অংশ নিয়েছিল। পাশাপাশি দু’জন কিশোর কবিতা পাঠে অংশগ্রহণ করে। মূলত জন সচেতনতা প্রসারের লক্ষ্যে বছরের পর বছর কাজ করে চলেছে জনসংস্কৃতি নামক এই সংস্থাটি।

Post Comment