insta logo
Loading ...
×

পুঞ্চাতে পরিবেশ মেলা

পুঞ্চাতে পরিবেশ মেলা

অমরেশ দত্ত, পুঞ্চা:

বইমেলা, খাদিমেলা, খাদ্যমেলার পাশাপাশি পরিবেশ মেলা। পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে সম্প্রতি পুঞ্চায় আয়োজিত হলো পরিবেশ মেলা। ব্যবস্থাপনায় ক্ষেত মজুর সমিতি। মূলত তাদের ব্যবস্থাপনাতে পুঞ্চা বিবেকানন্দ শিশু ভারতী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো পরিবেশ মেলা। মেলার মূল বিষয় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষবাস। রবিবার মেলায় কচিকাঁচাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ছবি আঁকা প্রতিযোগিতা।এদিন মেলা প্রাঙ্গণের স্টলগুলিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Post Comment