insta logo
Loading ...
×

রাস্তায় লুটিয়ে বোতল বোতল বিদেশি মদ

রাস্তায় লুটিয়ে বোতল বোতল বিদেশি মদ

বিশ্বজিৎ সিং সর্দার,পুরুলিয়া

বছরের শেষ দিনে রাস্তায় বিদেশী মদের গাড়ি উল্টে চরম বিপত্তি। সাহেবি বছরের শেষ দিনে এক ফোঁটা সুরার জন্য যখন অনেকের জিভ আনচান, তখন গাড়ি উলটে রাস্তায় লুটিয়ে পড়ল বোতল বোতল বিদেশি মদ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পুরুলিয়া মফস্বল থানার ছররা এলাকার পুরুলিয়া-বরাকর ৫ নম্বর রাজ্য সড়কের উপর। ঘটনার বিবরণে জানা গেছে একটি বিদেশি মদের পেটি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির চালক ও খালাসি প্রাণে বাঁচলেও প্রচুর পরিমাণ মদের বোতল নষ্ট হয়ে যায় ।

মঙ্গলবার পুরুলিয়া দিক থেকে বিদেশি মদের পেটি বোঝাই একটি ছোটো হাতি ভ্যান গাড়ি যাচ্ছিল রঘুনাথপুর, আদ্রা এই সব এলাকায়।
হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুরুলিয়া মফস্বল থানার ছররা এলাকায় গাড়িটি উল্টে যায়। খবর পাওয়ার পরেই ওই এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে পৌছান। খবর দেওয়া হয় পুরুলিয়া মফস্বল থানায়। পুলিশের তৎপরতায় চালক খালাসি এবং গাড়িটিকে উদ্ধার করা হয়।

Post Comment