insta logo
Loading ...
×

খাদি বেচে পুরুলিয়ায় ২ কোটি!

খাদি বেচে পুরুলিয়ায় ২ কোটি!

বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া:

যে খাদি পরে স্বাধীনতা সংগ্রাম করেন একের পর এক স্বাধীনতা সংগ্রামী, এই প্রথম রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আওতায় থাকা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আয়োজিত প্রান্তিক পুরুলিয়ায় খাদি মেলা প্রমাণ করল আজও সমান খাদির চাহিদা। ২৭শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেলা। চলবে ৭ই জানুয়ারি পর্যন্ত চলবে। পুরুলিয়া শহরের জি ই এল চার্চ ময়দানে মেলার প্রথম চারদিনেই বিক্রিবাটা ৩১ লক্ষ টাকার খাদি পোশাক। উদ্যোক্তারা ২ কোটি টাকার খাদি বস্ত্র বিক্রির টার্গেট নিয়েছেন।

পুরুলিয়ায় খাদি বস্ত্রের এই বিক্রি বাটায় আহ্লাদিত পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। জেলায় আগে কোন খাদি উৎপাদন কেন্দ্র ছিল না। এখন মানবাজার ১ নং ব্লকের মোহনডি ও মানবাজার ২ নং ব্লকের বারিতে তা হয়েছে। ফলে প্রান্তিক জেলাতেও খাদির একটা বাজার তৈরি করা যায়। এই কথা মাথায় রেখেই আয়োজিত হয়েছে মেলা।

মোট ৭০ টি স্টল রয়েছে মেলায়। মেলায় রয়েছে খাদি, হস্ত ও কারুশিল্পের বিপুল সম্ভার। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ-র পুরুলিয়া জেলা আধিকারিক পাপু মুখোপাধ্যায় বলেন, ” তাঁতিদের তাঁত শিল্প বাঁচানোর কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা পুরুলিয়ার মত জেলায় খাদি মেলার আয়োজন করতে পেরেছি। “

প্রচার চলছে, “খাদি পরম্পরা, খাদি সবার সেরা, চলবে খাদি বছর বছর, তাইতো খাদির এত কদর l”

Post Comment