নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : ট্রেনে কাটা পড়ে জখম কিশোর। তার নাম বিষ্ণুপদ মাহাত। সে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটমদা থানা এলাকার বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটে বুধবার দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া – চান্ডিল শাখায় বলরামপুর – উর্মা স্টেশনের মাঝে। তার আর্তনাদে মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। পরে একটি পণ্যবাহী ট্রেনে জখম কিশোরকে উদ্ধার করে বলরামপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। ওই হাসপাতালে চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঝাড়খণ্ডের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Comment