insta logo
Loading ...
×

মর্মান্তিক দুর্ঘটনা, নিহত কলেজ পড়ুয়া সহ ২

মর্মান্তিক দুর্ঘটনা, নিহত কলেজ পড়ুয়া সহ ২

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২জনের। এক পথচারী সহ এক কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায়। দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া – ধানবাদ ৩২ নং জাতীয় সড়কের পাশে পুরুলিয়া মফস্বল থানার আইমুন্ডি এলাকায়। মৃত কলেজ পড়ুয়ার নাম সৌরভ সাহু (২১)। পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার ভাটিয়া গ্রামের বাসিন্দা সে। তবে মৃত পথচারীর কোনো নাম ধাম জানতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। মঙ্গলবার রাতে জয়পুর ইঞ্জিনিয়ার কলেজের পড়ুয়া সৌরভ সাহু এবং রবিন মাহাতো বাইকে চেপে পুরুলিয়া থেকে ওষুধ নিয়ে কলেজে ফিরছিল। কিন্তু মাঝ পথে তাদের মোটর বাইকটি অজ্ঞাত পরিচয় পথচারীকে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। এর পথে জখম হয় তিনজনই। তাদের উদ্ধার করে পুলিশ পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসে। সৌরভ এবং অজ্ঞাত পরিচয় ওই পথচারীর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। গুরুতর জখম রবিন মাহাতোকে উন্নত চিকিৎসার জন্য ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে।

Post Comment