নিজস্ব প্রতিনিধি, জয়পুর : চিকিৎসকদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা। অভিযোগ দায়ের হতে না হতেই অ্যাকশন। গ্রেফতার করা হল অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে জয়পুর থানা এলাকার জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শনিবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মৃন্ময় চ্যাটার্জির ওপর চড়াও হয় এক ব্যক্তি বলে অভিযোগ। অশ্রাব্য গালিগালাজ থেকে শারীরিক নিগ্রহ করা হয় চিকিৎসককে। অভিযোগ দায়ের হয় জয়পুর থানায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম ভকু বাউরি। তার বাড়ি এই থানারই রহড়দাগা গ্রামে। অভিযোগ মোতাবেক নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Post Comment