বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
এক দশক পার করে ব্লকে ব্লকে নতুন কমিটি গড়ল পুরুলিয়া জেলা তৃণমূল মাইনরিটি সেল। দেওয়া হলো নবীনদের গুরুত্ব। রাজ্যে বাম সরকার পতনের পর ২০১৪-১৫ সাল নাগাদ তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেল সংগঠনের ব্লক স্তরের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয়েছিল। প্রায় এক দশক ধরে ওই কমিটিই কাজ করে যাচ্ছিল। অভিযোগ উঠেছে, বহু কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। শীঘ্রই ওই নতুন কমিটির সঙ্গে বৈঠকে বসবেন জেলা সভাপতি। সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিতে কেন্দ্রীয় সরকার যে বিল আনার চেষ্টা করছে তার বিরোধিতায় এই নতুন কমিটি জেলা জুড়ে ব্লকে ব্লকে আন্দোলনে নামবে বলে সংগঠনের জেলা সভাপতি সাদ্দাম হুসেন আনসারি। তিনি বলেন, “যারা মানুষের কাজে সরাসরি যুক্ত এমন নেতা-কর্মীদেরকেই দলের পদে রাখা হয়েছে। “
শুক্রবার নবগঠিত সেই ব্লক কমিটিগুলির নাম প্রকাশ করার পরেই উৎসাহিত হয়ে পড়েছে মাইনরিটি সেল। প্রত্যেকটি ব্লকেই সভাপতি, সহ-সভাপতি রাখা হয়েছে। কোন কোন ব্লকে আবার ২ জন করে সহ-সভাপতি রয়েছেন।
দেখা গেছে মূলত নবীনদেরকেই গুরুত্ব দেওয়া হয়েছে কমিটিতে। তবে প্রবীণরাও রয়েছেন। সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই সাদ্দাম হুসেন আনসারি পূর্ণাঙ্গ কমিটি তৈরির উদ্যোগ নেন। সেই উদ্যোগ এতদিনে বাস্তবের রূপ পেল।
বলরামপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত উপপ্রধান ও বিগত পাঁচ বছর ধরে বলরামপুর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি পদে আসীন রফিক আনসারিকে পুনরায় তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের বলরামপুর ব্লক ইউনিটের সভাপতি করা হয়েছে। তিনি বলেন,”আমি পদে বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী”! মাইনরিটি সেলের ব্লক সভাপতি পদে তিনি পুনরায় মনোনীত হতেই খুশিতে উদ্বেল বলরামপুরের তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা। শনিবার রফিক আনসারিকে বলরামপুর মাইনরিটি সেলের দলীয় কার্যালয়ের পক্ষ থেকে মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
কর্মীদের এই উদ্দীপনা দেখে আপ্লুত রফিকবাবু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মাইনরিটি সেলের পুরুলিয়া জেলা সভাপতি সাদ্দাম হুসেন আনসারিকে তাঁর ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
Post Comment