insta logo
Loading ...
×

কুপিয়ে খুন, বাপ-ছেলের যাবজ্জীবন

কুপিয়ে খুন, বাপ-ছেলের যাবজ্জীবন

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া

এক ব্যক্তিকে নৃশংসভাবে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হল বাবা ও ছেলের। পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শর্মিষ্ঠা ঘোষ এই দণ্ডাদেশ দেন।

পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী বিশ্বরূপ পট্টনায়ক জানান, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ২০২০ সালের ২৩ অক্টোবর।কোটশিলা থানার মাঝিডি গ্রামে এদিন সকাল বেলায় স্থানীয় বাসিন্দা রাজেশ কুমার পুকুরে প্রাতঃক্রিয়া সারতে যায়। সেই সময় গ্রামেরই বীরেন কুমার ও তার দুই ছেলে শিবরাম কুমার এবং নাবালক পরমেশ্বর কুমার বল্লম, ফারসা নিয়ে রাজেশ কুমারের ওপর হামলা করে।
রাজেশ কুমার পুকুরের জলে পড়ে যায়। ফারসা ও বল্লমের আঘাতে গুরুতর ভাবে জখম হয় সে।
প্রথমে কোটশিলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঝাড়খন্ডের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।
রাজেশ কুমারের বাবা মহাদেব কুমারের অভিযোগের ভিত্তিতে কোটশিলা থানায় খুনের মামলা শুরু হয়।
পুরুলিয়া জেলা আদালতে বীরেন কুমার ও শিবরাম কুমারের ৩৪১, ৩০২, ০৩৪ ধারায় মামলা চলে। পরমেশ্বর কুমারের মামলা চলে জুভেনাইল আদলতে।

শুক্রবার বীরেন কুমার ও শিবরাম কুমারকে দোষী সাব্যস্ত করেন পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্র‍্যাক কোর্টের বিচারক শর্মিষ্ঠা ঘোষ।
শনিবার বাবা বীরেন কুমার ও ছেলে শিবরাম কুমারের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন তিনি।

Post Comment