নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা: পৃথক তিনটি পথ দুর্ঘটনায় পুঞ্চায় মৃত দুই, জখম এক। শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬ টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সাইকেল থেকে পড়ে যান কুরকুটা গ্রামের বাসিন্দা অজিত মাঝি (৫৬)। তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুঞ্চা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সন্ধ্যা ৬.৩০ টা নাগাদ বাগদা অঞ্চলের সগেডি মোড় সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বালিখুন গ্রামের একজন। তার নাম সঞ্জয় সিং সর্দার (৪২)। পরবর্তীকালে তাকেও পুলিশের সহযোগিতায় উদ্ধার করে পুঞ্চা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর রেশ কাটতে না কাটতেই আনুমানিক রাত ৯ টা নাগাদ ন’পাড়া অঞ্চলের ন’পাড়া হাইস্কুল মাঠের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়ে আহত হন দিলীপ সিং সর্দার নামে ১ ব্যক্তি। তাকেও উদ্ধার করে নিকটবর্তী পুঞ্চা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
Post Comment