insta logo
Loading ...
×

স্বামী আর জায়ের কুকীর্তি! বধূকে পুড়িয়ে মারার চেষ্টা

স্বামী আর জায়ের কুকীর্তি! বধূকে পুড়িয়ে মারার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:


সারা শরীর ভেজা কেরোসিনে। উদভ্রান্তের মতো ছুটছেন গৃহবধূ। দেখছে রাস্তার দুপাশাড়ি লোক। ছুটতে ছুটতে সোজা থানায়। ফাঁস করলেন স্বামী ও শ্বশুরবাড়ির কুকীর্তি। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুরে।
নির্যাতিতা গৃহবধূ পুলিশকে জানিয়েছেন বছর তিনেক আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর অতিরিক্ত পণের দাবিতে তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চলতে থাকে। সেইসময় ওই বধূ জানতে পারেন আরও এক চাঞ্চল্যকর তথ্য। তার স্বামী নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। প্রতিবাদ করায় অত্যাচার বেড়ে যায় বলে তার দাবি।বেশিরভাগ দিন অনাহারে থাকতে হতো। কিন্তু অত্যাচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এদিন। বৌদির সাথে অন্তরঙ্গ অবস্থায় স্বামীকে দেখে ফেলেন ওই গৃহবধূ। ওই সময় প্রতিবাদ করায় ওই বধূর শরীরে তার জা কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে। কোনো ভাবেই যাতে চিৎকার বাইরে না যায় সে জন্য অভিযুক্ত স্বামী তার মুখে বালিশ চাপা দিয়ে দেয়। নির্যাতিতার দাবি তার জা আগুন ধরানোর জন্য মাচিস আনতে গেলে সেই সুযোগে তিনি তার স্বামীকে ধাক্কা মেরে প্রাণ বাঁচিয়ে ছুটে থানায় পৌঁছান।পুলিশ জানিয়েছে এই ঘটনায় ওই বধূর অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বলরামপুর থানার পুলিশ।

Post Comment