insta logo
Loading ...
×

ধারের টাকা চাইতে এসে ঝরল রক্ত

ধারের টাকা চাইতে এসে ঝরল রক্ত

নিজস্ব প্রতিনিধি, হুড়া: ফেরৎ চাইতে গিয়েছিলেন বকেয়া ঋণের টাকা। টাকা তো মিললই না, উলটে প্রতিবেশীর পাথরের আঘাতে জখম হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার হুড়া থানার টাঙ্গিনোয়াদা গ্রামে। থানায় অভিযোগ দায়ের করে ওই গ্রামের বাসিন্দা মামনী গোপ পুলিশকে জানিয়েছেন তিনি প্রতিবেশী ওই মহিলাকে ৫০০ টাকা ধার দিয়েছিলেন। তা ফেরত চাইতে গেলে তার উপর হামলা হয়। অভিযোগ পাথর দিয়ে তার কপালে ও নাকে মারা হয়। হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান তিনি। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।

Post Comment