insta logo
Loading ...
×

বালি পাচারের অভিযোগে বাজেয়াপ্ত দুটি ট্রাক্টর

বালি পাচারের অভিযোগে বাজেয়াপ্ত দুটি ট্রাক্টর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : বেআইনি বালি পাচারের অভিযোগে দুটি পৃথক ঘটনায় বাজেয়াপ্ত দুটি ট্রাক্টর‌। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আড়শা ও ঝালদায়। শুক্রবার দুপুরে ঝালদার সুবর্ণরেখা নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করে একটি ট্রাক্টর যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঝালদার তুলিন ফাঁড়ির পুলিশের একটি দল চৌপদ গ্রামে পৌঁছায়। পুলিশকে দেখতে পেয়ে বালি বোঝাই ট্রাক্টরটি রেখে সেখান থেকে চম্পট দেয় চালক। পরে ৯০ সি এফ টি বালি বোঝাই ওই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে ঝালদা থানার পুলিশ।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কংসাবতী নদীর রাঙামাটি ঘাটে আচমকার হানা দেয় আড়শা থানার পুলিশ। পুলিশের দাবি ওই সময় নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করে ট্রাক্টরে বোঝাই করে হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। দুটি ঘটনাতেই বাজেয়াপ্ত ট্রাক্টর চালকদের ও মালিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এই দুই থানার পুলিশ।

Post Comment