নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : একেবারে দিন দুপুরে গেরস্তের বাড়ির তালা ভেঙে চুরি। আর এই চাঞ্চল্যকর ঘটনায় হইচই পড়ে গেলো পুরুলিয়ার বলরামপুর থানার বেলা গ্রামে। অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা প্রেমচাঁদ গঁরাই পুলিশকে জানিয়েছেন প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি কাজে বেরিয়েছিলেন। বাড়িতে তালা লাগিয়ে গরু – ছাগল চরাতে গিয়েছিলেন তার স্ত্রী মালতী গঁরাই। সকাল এগারোটা নাগাদ মালতী দেবী বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে থাকা দুটি বাক্সের তালাও ভাঙা। অবস্থায় আছে। আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের সোনা ও রূপর অলংকার চুরি হয়ে গেছে। দিনে দুপুরে এমন দুঃসাহসী চুরির ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্কের ছায়া। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment