নিজস্ব প্রতিনিধি, বরাবাজার : অদ্ভুত দর্শকদের পাখি। দেখেই চমকে গিয়েছিল সকলে৷ পরে জানা যায় পাখিটি অসুস্থ। সেটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন এক কৃষক। শুক্রবার সকালে পুরুলিয়ার বরাবাজার ব্লকের সিন্দরি গ্রামের অদূরে এই পাখিটিকে দেখতে পান ওই গ্রামের কৃষক ফুলচাঁদ পরামানিক। ওই পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তিনি।ঘটনার খবর দেওয়া হয় সিন্দরি বিট কার্যালয়ে। বন দফতর সূত্রে জানা গেছে পাখিটি হলো ইন্ডিয়ান ব্ল্যাক আইবিস। পাখিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠল সেটিকে আবার ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।
Post Comment