নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: পঞ্চদশ অর্থ কমিশন বরাদ্দ করেছে অর্থ।পুরুলিয়া জেলা পরিষদের ১৭ লাখ টাকায় গড়ে উঠবে স্যানিটারি কমপ্লেক্স। শুক্রবার সেই কাজের সূচনা হল পুরুলিয়ার সদর মহিলা পুলিশ থানায়। কাজের সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়। সম্প্রতি পুরুলিয়া জেলা পরিষদের কাছে স্যানিটারি কমপ্লেক্সের বিষয়ে প্রকল্প রিপোর্ট পাঠায় পুরুলিয়া জেলা পুলিশ । জেলা পরিষদ ওই প্রকল্পের অনুমোদন দিলে কাজের সূচনা হয়।
Post Comment