insta logo
Loading ...
×

বড়দিনের যীশুপক্ষে উদ্বোধনে মমতা

বড়দিনের যীশুপক্ষে উদ্বোধনে মমতা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

দুর্গাপূজা যেমন দেবীপক্ষে উদ্বোধন করেন মমতা, তেমনই যীশুপক্ষে করলেন বড়দিন উৎসবের উদ্বোধন। সেই একইরকম ভার্চুয়াল মাধ্যমে। বেজে উঠল বিউগল। জ্বলে উঠল মোমবাতি। আলোকসজ্জিত হয়ে উঠল পুরুলিয়ার গির্জা। রাজ্যের কলকাতার এলেন্স পার্ক থেকে ভার্চুয়ালি ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুরুলিয়াতেও বড়দিন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। বৃহস্পতিবার মূল অনুষ্ঠানটি হয় পুরুলিয়া শহরের জিইএল চার্চে ।

সেজে উঠেছিল পুরুলিয়া শহরের দুটি গির্জা জিইএল চার্চ ও এ্যাসেনশন চার্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলাশাসক রজত নন্দা, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক বলেন, ” রাজ্য জুড়ে মোট ১৪ টি চার্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। মুখ্যমন্ত্রীর হাত ধরে পুরুলিয়াতেও ভার্চুয়ালি দুটি জায়গায় বড়দিনের উৎসবে সূচনা হলো।”

পুরুলিয়ায় কিছুটা সহনীয় হয়েছে শীত। এই আবহে ১৯ ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত ক্রিসমাস ফেস্টিভ্যাল। উৎসবের সূচনা পর্বে যীশু পক্ষে বড়দিনের আলো ছড়িয়ে পড়ল পুরুলিয়ায়। ঠিক শারদীয়ার মতই। সভাধিপতি নিবেদিতা মাহাতোর কথায়, ” আমরা সকল ধর্মের মানুষকে নিয়েই এগিয়ে যেতে চাই। মুখ্যমন্ত্রী সেটা বারে বারে প্রমাণ করেন। এদিনও তাই করলেন। কারণ ধর্ম যার যার, উৎসব সবার।”

Post Comment