insta logo
Loading ...
×

জাইকা প্রকল্পে জল পাবে পুরুলিয়ার ১৪ ব্লক

জাইকা প্রকল্পে জল পাবে পুরুলিয়ার ১৪ ব্লক

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

প্রকল্পের নাম জাইকা। জল আসবে পাঞ্চেত জলাধার থেকে। আর তার মাধ্যমে পুরুলিয়ার মোট ১৪ টি ব্লক পাবে জল। জল জীবন মিশন এই স্বপ্নের প্রকল্পর কাজের অগ্রগতি ঠিক কেমন
বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে নিতুড়িয়ার পাঞ্চেত জলাধার লাগোয়া রাঙাডহর এলাকায় তারই পরিদর্শন করলেন সভাধিপতি নিবেদিতা মাহাতো। সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা সোরেন। সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, ” জাইকা প্রকল্পে পাঞ্চেত জলাধার থেকে পুরুলিয়া জেলার ১৪টি ব্লক জল পাবে। সেই কাজ কতটা এগিয়েছে তারই পরিদর্শন করি।” রয়েছে জমির সমস্যা। সেকারণেই প্রকল্পের কাজ ঢিমেতালে চলছে, উঠছে অভিযোগ। প্রকল্পের পাইপলাইন নিয়ে যেতে কোথাও কোথাও রায়তি জমি ব্যবহার করতে হবে। সে কারণেই দেখা যাচ্ছে সমস্যা।

Post Comment