নিজস্ব প্রতিনিধি, জয়পুর: লোকালয়ে হায়না। তাও একেবারে প্রকাশ্য দিবালোকে ভরদুপুরে। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়া জেলার জয়পুর থানার বড়গ্রাম এলাকায়। দুপুরবেলা ঝাড়খণ্ড সংলগ্ন গ্রাম লাগোয়া মাঠের পাশে একটি ডোরাকাটা হায়েনার দর্শন পান এলাকার মানুষজন। খবর ছড়াতেই তুমুল ভিড় জমে যায় সেখানে। এত গোলমাল তবুও দীর্ঘক্ষণ ওই হায়নাটিকে ঝোপের মধ্যেই শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়ে গ্রামবাসীদের। জয়পুর থানায় ও জয়পুর বন দফতরে জানান তারা। বন দফতর থেকে কর্মীরা আসেন। স্থানীয় মানুষজন জানিয়েছেন হায়নাটির পায়ে আঘাত ছিল। আর তাই খুঁড়িয়ে খুঁটিয়ে হাঁটছিল প্রাণীটি। জয়পুরের বড়গ্রাম এলাকা হলো প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডের সীমানা। এদিন সন্ধ্যার পর ওই হায়নাটি ঝোপ থেকে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যায়।
Post Comment