নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা: বিয়ের ৬ মাসও কাটেনি। তারই মধ্যে এক বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পুরুলিয়া জেলার পুঞ্চায়। বধূর নাম সুমনা সিং (২১)। তার শ্বশুরবাড়ি পুঞ্চা থানার দেউলী গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিল ওই বধূ। আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বুধবার। শ্বশুর বাড়ির লোকজন তাকে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করতে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন হাসপাতালে আসার আগেই ওই বধূর মৃত্যু হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুঞ্চা থানার পুলিশ। বৃহস্পতিবার পুঞ্চা ব্লকের বিডিও দীপ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে মৃতদেহটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহাল হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এদিন দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post Comment