নিজস্ব প্রতিনিধি, মানবাজার: মানবাজার বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার অনুষ্ঠিত হয়ে গেল । এদিন ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, যোগাসন, ফুটবল ছোঁড়া সহ বিভিন্ন ইভেন্টের খুদে প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার গোপ মন্ডল জানান, প্রত্যেক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আমি যথেষ্টই উচ্ছসিত। এজন্য বিদ্যালয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ভাবে আমরা এরকম প্রতিযোগিতা আয়োজিত করব।
Post Comment