অমরেশ দত্ত, মানবাজার:
পিতৃসত্য পালন করতে চৌদ্দ বছর বনবাসে গিয়েছিলেন ত্রেতা যুগের রামচন্দ্র। বাবাকে ফিরে পাননি তিনি। আর এ যুগে সুদূর ঝাড়খণ্ডের বাসিন্দা রাম প্রামানিক মানবাজার চকবাজার মোড়ে হারানো বাবাকে ফিরে পেল।
রামের বাড়ি ঝাড়খন্ডের বড়াম থানার বেলডিতে। দিন সাতেক আগে নিখোঁজ হন তার বাবা তুষ্ট প্রামানিক।রাম প্রামানিক বলেন, প্রায় এরপর আত্মীয়দের বাড়িতে যোগাযোগ করেও খোঁজ পাননি তার বাবার। বুধবার মানবাজার সিভিক ভলেন্টিয়ার্স গৌতম গাঙ্গুলী, অরুণ চ্যাটার্জি, গঙ্গাধর বাউরীর তৎপরতায় মানবাজার চকবাজার মোড়ে ফিরে পান তার বাবাকে। বাবাকে ফিরে পেয়ে রাম প্রামানিক মানবাজার সিভিক ভলেন্টিয়ার্স ও মানবাজার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
Post Comment