insta logo
Loading ...
×

সিনেমার মতো গ্রিন করিডর পুরুলিয়ায়

সিনেমার মতো গ্রিন করিডর পুরুলিয়ায়

বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া:

সিনেমাতে দেখেছেন জেলাবাসী। গল্পে উপন্যাসে পড়েছেন। মহানগরীর বুকে হয়েছে, খবরে পড়েছেন। এবার খোদ পিছিয়ে পড়া তকমা পাওয়া পুরুলিয়ায় পুলিশের সহায়তায় গ্রিন করিডর বানিয়ে অসাধ্য সাধন করে দেখালেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।


পুরুলিয়া মফস্বল থানার লাগদা গ্রামের ৯০ বছরের বৃদ্ধা বিভারানী মজুমদারের ক্ষত থেকে গালে ছড়িয়ে পড়ে ক্যানসার। প্রয়োজন হয়ে পড়ে অপারেশন । সেই অপারেশনের পর গ্রিন করিডর বানিয়ে হাসপাতালের এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে রোগীকে নিয়ে গেলেন তাঁরা। এমন অসাধ্য সাধন হলো বুধবার। সদর হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল সুকোমল বিষয়ী বলেন, “ওই বৃদ্ধার বয়স ৯০। আমরা ধরেই নিয়েছিলাম অপারেশনের পর তার সমস্যা হতে পারে। তাই তাকে সিসিইউতে আনার জন্য আমরা আগে থেকেই পুলিশকে জানিয়েছিলাম যাতে গ্রিন করিডর বানিয়ে তাকে আনা যায়।”
ওই বৃদ্ধার অস্ত্রোপচারের জন্য যে পরিকাঠামো থাকা দরকার তা হাতোয়াড়া ক্যাম্পাসে রয়েছে , মেডিকেল কলেজের পুরনো অর্থাৎ বাসস্ট্যান্ডের ক্যাম্পাসে নেই। আবার মেডিকেল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউ নেই। সেই ইউনিট রয়েছে মেডিকেল কলেজের পুরনো অর্থাৎ বাসস্ট্যান্ডের ক্যাম্পাসে। রাস্তায় এত জ্যাম থাকে। আছে লেবেল ক্রশিং। তাই দ্রুত সেখান থেকে তাকে আনতে হলে গ্রিন করিডর অর্থাৎ রাস্তা সম্পূর্ণ ফাঁকা করে বাধাহীন বানিয়ে নিয়ে আসা ছাড়া উপায় ছিল না।
বৃদ্ধার জেনারেল সার্জারিতে ছিলেন চিকিৎসক পবন মণ্ডল, সোমনাথ বিশ্বাস ও দেবদীপ গঙ্গোপাধ্যায়। বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দেড় ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রিন করিডর বানিয়ে ওই মেডিকেল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাস থেকে বাস স্ট্যান্ড ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সময় লাগে মাত্র ৮ মিনিট। রীতিমতো পুলিশ পাহারায় তাঁকে গাড়িতে করে দেবেন মাহাতো মেডিকেলের বাসস্ট্যান্ডের ক্যাম্পাসের ক্রিটিকাল কেয়ার ইউনিটে আনা হয়। রাস্তা পুরো ফাঁকা করে দেয় পুলিশ।

Post Comment