insta logo
Loading ...
×

গুলি চালালেন বিধায়ক, তারপর…

গুলি চালালেন বিধায়ক, তারপর…

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

তীর ধনুক হাতে ময়দানে এমন ভাবে অবতীর্ণ হলেন তিনি, যেন তৃতীয় পাণ্ডব স্বয়ং এসেছেন গাণ্ডীব হাতে। করলেন লক্ষ্যভেদ। পুলিশের আইজি, এসপিকে পিছনে ফেলে তীরন্দাজিতে প্রথম পদক জয় করে নেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর। দ্বিতীয় স্থানে আইজি (বাঁকুড়া রেঞ্জ) শিসরাম ঝাঝারিয়া। তৃতীয় স্থান দখল করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশ সুপারের ভাগ্যে আরও একটি তৃতীয় পুরস্কার এসেছে পুটিং দা বল ইনটু দা হোল ইভেন্টে।এই প্রতিযোগিতায় প্রথম হন অনুষ্ঠানের অতিথি সুরজিৎ
বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয় পুরস্কার যায় ১১ নম্বর ব্যাটেলিয়ানের সিও পারিজাত বিশ্বাসের দখলে। পুরুলিয়া জেলা পুলিশের বার্ষিক ক্রীড়ায় চমক ছিল আরও। এয়ারগান ছোঁড়ায় প্রথম পুরুলিয়ার প্রাক্তন পুলিশ সুপার তথা এডিজি অ্যান্ড আইজিপি অশোককুমার প্রসাদ। দ্বিতীয় স্থান দখল করেন বান্দোয়ানের বিধায়ক তথা পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীবলোচন সরেন, তৃতীয় পুরস্কারে ভূষিত হন অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অবিনাশ ভীমরাও।

আলোকমালায় সেজে উঠেছিল বেলগুমা পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ড। উপলক্ষ পুরুলিয়া জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া। প্রতি বছরের
মতো এবারও পুরুলিয়া জেলা পুলিশের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান আয়োজিত হয় বেলগুমা পুলিশ প্যারেড গ্রাউন্ডে। মঙ্গলবার ও বুধবার দুদিন ধরে চলে এই ক্রীড়া প্রতিযোগিতা।
সমাপ্তির দিনে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ। নিজের সুবিখ্যাত ব্যারিটোনে দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা হয়েছে উচ্চ প্রশংসিত।

Post Comment