insta logo
Loading ...
×

মা ও ভাইকে খুনের চেষ্টা

মা ও ভাইকে খুনের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, বোরো: নিজের মা ও ভাইকে খুনের চেষ্টা! অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম হরিপদ পাল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বোরো থানার বারি গ্রামে
মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে বারি গ্রামের বাসিন্দা রাখরাম পাল পুলিশকে জানিয়েছেন,সোমবার বিকেলে তার মা মেনকা পালের কাছ থেকে তার দাদা হরিপদ জোর করে টাকা দাবি করে। ওই টাকা তার মা দিতে অস্বীকার করায় বৃদ্ধ মা’কে গলা টিপে শ্বাস রোধ করে মেরে ফেলার চেষ্টা করা হয়। ওই সময় সে মাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও মারধর করার পাশাপশি একই ভাবে তাকেও খুনের চেষ্টা করা হয়। অভিযুক্ত ব্যাক্তির সাথে যোগাযোগ করা যায়নি।

Post Comment