insta logo
Loading ...
×

দেশবন্ধু স্মৃতিতে ভলিবল

দেশবন্ধু স্মৃতিতে ভলিবল

অমরেশ দত্ত, কেন্দা:

সেই গুরুগম্ভীর শিক্ষক মশাইরা উধাও। বদলে প্রাণোচ্ছলতায় ভরপুর তারা লাফাচ্ছেন ঝাঁপাচ্ছেন। পেটাচ্ছেন ভলিবল। আর তাঁদের উৎসাহ দিচ্ছে তাঁদেরই ছাত্রছাত্রীরা৷ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্মৃতিতে মঙ্গলবার বালকডি কেবিএম হাইস্কুল ময়দানে আয়োজিত হল দেশবন্ধু মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্ট। এবছর ছিল প্রতিযোগিতার দশম বর্ষ। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মূলত শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। এক দিবসীয় ভলিবল প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আদাবনা এনএন হাইস্কুল ভলিবল টিম ও বদড়া হাইস্কুল ভলিবল টিম। এদিন বদড়া হাইস্কুল ভলিবল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আদাবনা এনএন হাইস্কুল ভলিবল টিম। এদিনের প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ রাহুল দেশমুখ ও ম্যান অফ দা ম্যাচ হন শিক্ষক মানিক চন্দ্র মাহাত।

Post Comment