insta logo
Loading ...
×

কুয়োয় যুবকের দেহ, রহস্য

কুয়োয় যুবকের দেহ, রহস্য

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :

কুয়ো থেকে উদ্ধার যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার রাঙামাটি এলাকায়। মৃত যুবকের নাম রাধাকান্ত সিং মুড়া (৩৫)। তার বাড়ি রাঙামাটি গ্রামে। সোমবার বিকেলে গ্রামের অদূরে একটি সেচ কুয়োর জলে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঝালদা থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে কুয়ো থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গেছে সোমবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে ওই যুবক বেরিয়েছিল। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ শুরু হয়। কীভাবে ওই যুবক কুয়োয় পড়েছিল সেই বিষয়ে রয়েছে ধোঁয়াশা। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।

Post Comment