insta logo
Loading ...
×

যেখানে সেখানে পার্কিং? কড়া শাস্তি

যেখানে সেখানে পার্কিং? কড়া শাস্তি

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর: আর চলবে না যত্র – তত্র পার্কিং। কড়া হাতে পার্কিং নীতি লাগু করছে রঘুনাথপুর থানা। যেখানে সেখানে পার্কিং করায় ১৮ টি মোটর বাইক আটক করে জরিমানা করল রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ বলছে, বারে বারে প্রচার চালানোর পরেও কিছু ব্যাক্তি ব্যস্ততম পুরুলিয়া – বরাকর রাজ্যে সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় এমনভাবে মোটরবাইক রেখে দিচ্ছেন যার ফলে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনাও ঘটছে।

এবার হাতে নাতে পার্কিং নীতি প্রয়োগের জন্য সোমবার সন্ধ্যায় রঘুনাথপুর শহরে আচমকা টহল দেয় পুলিশ। আর তারপর ওই ১৮ জনকে জরিমানা করা হয়।

Post Comment