নিজস্ব প্রতিনিধি, ঝালদা: ফুটবল খেলা দেখতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সুভাষ মাহাত (৪০)। তার বাড়ি পুরুলিয়া জেলার ঝালদা থানার ভাকুয়াডি গ্রামে। সোমবার দুপুরে প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডের রাঁচি জেলার সোনাহাতু থানার মারাংকিরি এলাকায় ফুটবল খেলা দেখতে বেরিয়েছিলেন ওই যুবক। মঙ্গলবার সকালে মারাংকিরি এলাকায় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সোনাহাতু থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ঝাড়খণ্ড সীমান্তের ভাকুয়াডি গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে।
Post Comment