অমরেশ দত্ত,মানবাজার:
স্বাভাবিক জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যেতে বসেছি জীবন সবার জন্য সমান নয়। পাশাপাশি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য গৃহীত হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। মূলত বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রবিবার মানবাজার ১নং ব্লকের কামতা জাঙ্গিদিরী অঞ্চলের মোহনডি নিউ মহাশক্তি সংঘের উদ্যোগে শ্রী শ্রী ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহযোগিতায় মোহনডি গ্রামে একটি বিশেষ শিবির আয়োজিত হল।
এদিনের শিবিরে মোহনডি গ্রামে এলাকার বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের প্রদান করা হল হুইল চেয়ার, ক্র্যাচ লাঠি, কানের মেশিন। সংস্থার পক্ষ থেকে রাহুল দাস বলেন, বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পাশাপাশি তিনি আরো জানান,আজকের কর্মকান্ডের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদের সকলকেই শ্রদ্ধা ও কুর্নিশ জানাই।
Post Comment