insta logo
Loading ...
×

দর্শক ক্যাচ নিলেই নগদ পুরস্কার

দর্শক ক্যাচ নিলেই নগদ পুরস্কার

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

আইপিএল শুরু হতে বেশ দেরি, কিন্তু তার আগেই পুরুলিয়া জেলার জয়পুর মেতে উঠল জেপিএল-এ। জয়পুর প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিল মোট ১০টি দল। প্রতিটি দল মালিক নিলামের মাধ্যমে কিনেছিল প্লেয়ারদের। আজ সোমবার স্থানীয় আর বি বি হাইস্কুল ময়দানে আয়োজিত ফাইনালে প্রথমে ব্যাট করে অধিনায়ক গুড্ডা গোস্বামীর দশ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস আর শেষ দিকে সৌরভ বর্ধনের ১৯ বলে ৩৭ রানে ভর দিয়ে চটিপাড়া ফিয়ারলেস টাইটানস নির্ধারিত ৮ ওভারে তোলে ১০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে রাইজিং সুপার ইন্ডিয়ানস শুরুর দিকে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ দিকে বিকাশ কৈবর্তর ঝোড়ো ৮ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস যথেষ্ট হলো না। ৬ উইকেট হারিয়ে ৯৩ রানে শেষ হয় তাদের ইনিংস। জয়ী দল নগদ ২৫ হাজার টাকা ও ট্রফি পায়। বিজিত দলের হাতে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। ধারে ভারে আইপিএল-এর সঙ্গে তুলনায় খড়কুটো না হলেও জেপিএল একটা বিষয়ে টপকে গেছে আইপিএলকে। মাঠের বাইরে দর্শক বল ক্যাচ নিলে নগদ পুরস্কার ছিল তাদের জন্যেও।

আয়োজক কমিটির পক্ষে সৌরভ চৌধুরী সুষ্ঠু ভাবে প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী দলগুলি, বিজ্ঞাপন দাতা, পৃষ্ঠপোষক ও দর্শকদের কৃতজ্ঞতা জানান।

Post Comment