insta logo
Loading ...
×

সিনেমার ভুঁড়িকে আড়ি, জিমে অ্যাবস বানাবে পুলিশ

সিনেমার ভুঁড়িকে আড়ি, জিমে অ্যাবস বানাবে পুলিশ

সম্রাট নাগ, বরাবাজার:

পুলিশের রক্তচক্ষু দেখেননি এমন মানুষ বিরল। কিন্তু এবার রক্তচক্ষু নয়, পুরুলিয়া ব্লাড ব্যাংকে রক্তের আকাল মেটাতে পুলিশকে দেখা গেল রক্তদাতার ভূমিকায়।

পুরুলিয়া জেলা পুলিশ ও বরাবাজার থানার ব্যবস্থাপনায় রবিবার বরাবাজার থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। শুধু রক্তদান শিবির নয়, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করে পুলিশ। পুলিশকে ভুঁড়ি সর্বস্ব সিনেমার কমিক সিকোয়েন্স থেকে বার করতে বরাবাজার থানায় স্থাপিত হলো জিমন্যাশিয়াম। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বরাবাজার থানায় জিম রুমের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন।

পাশাপাশি এই দিন ক্যারাটে, তীরন্দাজি প্রতিযোগিতার আয়োজনও হয়। ছিল নৃত্য গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয় বরাবাজার থানার পক্ষ থেকে। আজকের এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।

দূরদূরান্ত থেকে মানুষজন এসে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা করান বরাবাজার থানা প্রাঙ্গনে।‌ উপস্থিত ছিলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা।
জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশের জনসংযোগ কর্মসূচির অন্তর্গত এই আয়োজন।

জেলা পুলিশের উৎসর্গ প্রকল্পে রক্তদান শিবিরে ৫০ জনের বেশি মানুষ রক্তদান করেন। এলাকার তীরন্দাজদের উৎসাহ দিতে আয়োজিত হয় তীরন্দাজি প্রতিযোগিতা। শক্তি প্রকল্পে যে সব মেয়েরা আত্মরক্ষার প্রশিক্ষণ নিচ্ছে, এই স্বল্প সময়ে তারা যে সব কসরত শিখেছে, তার নমুনা পেশ করে। পুলিশের ফিটনেস আরও বেশি ধরে রাখতে বরাবাজার থানায় উদ্বোধন হলো একটি জিম।

পুরুলিয়ায় প্রতি বছরই শীত খুব বেশি পড়ে। শীতের হাত থেকে বাঁচানোর জন্য শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে দুঃস্থ মানুষদের। ” তিনি আরও বলেন, ব্লাড ব্যাংকে রক্তের আকাল মেটাতে সারা বছরে ৫০টি রক্তদান শিবির আয়োজন করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।” জনগণের উদ্দেশ্যেও রক্তদানের আহ্বান রাখেন পুলিশ সুপার। অনুষ্ঠানের সুচারু আয়োজনের জন্য বরাবাজার থানা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এসপি।

Post Comment