insta logo
Loading ...
×

বড়ো সাহেব থানে সূর্য আনবে জল

বড়ো সাহেব থানে সূর্য আনবে জল

নিজস্ব প্রতিনিধিদের, জয়পুর :

একদিকে বাংলা অন্যদিকে ঝাড়খণ্ড। মাঝে পুরুলিয়া জেলার জয়পুর থানার সিধি বড়সাহেবের থান। এলাকাবাসী তো বটেই দূরদূরান্ত থেকেও ভক্তরা আসেন বড় সাহেবের চরণতলে মনস্কামনা পূরণের আশায়৷ লোকবিশ্বাস বড়ো সাহেব বড়োই জাগ্রত।

মনের সমস্যা মিটলেও আগত ভক্তরা সমস্যায় পড়তেন অন্য জায়গায়। পানীয় জলের তেমন কোন ব্যবস্থা ছিল না এই তীর্থক্ষেত্রে। এবার এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে জয়পুর ব্লকের সিধি বড় সাহেব থান এলাকায় সোলার পাওয়ার ডিপ বোরিং কাজের সূচনা হলো। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিলো সিধি বড় সাহেব থানের সামনে পানীয় জলের সুবন্দোবস্ত হোক। পুরুলিয়া জেলা পরিষদের পক্ষ থেকে সোলার পাওয়ার ডিপ বোরিং কাজের সূচনা হলো আজ। উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি , বিশিষ্ট সমাজসেবী রাজাবাবু আনসারী, সিধি জামড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কুরেশা খাতুন, জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অজিত রাজোয়াড়, এলাকার জনপ্রতিনিধিগন সহ বিশিষ্ট সমাজসেবী বলরাম কুইরি,অজিত মন্ডল, যুধিষ্ঠির মাহাতো, ড: অনাদী মাঝি, সুধীর কেওট প্রমুখ।

Post Comment