নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
রাজ্য সড়কে মোটরসাইকেল আরোহী মা-ছেলেকে পিষে দিল বাস। তড়িঘড়ি লাইন হোটেলে বাস থামিয়ে চম্পট দিল চালক ও খালাসি। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার সন্ধায় রাঁচি পুরুলিয়া সড়ক পথে কোটশিলা এলাকার পূজা হোটেলের অদূরে। বাস যাত্রীদের কাছ থেকে জানা গেছে সিক্সার নামে একটি বাসে তারা পুরুলিয়া থেকে ঝালদা যাচ্ছিলেন। কোটশিলা ঢোকার মুখে জাবরগড়ার কাছে সন্ধ্যা ছ’টা নাগাদ একটা বিকট আওয়াজে চমকে ওঠেন যাত্রীরা। তারা কিছু বুঝে ওঠার আগেই অল্প এগিয়ে গিয়ে একটি লাইন হোটেলের সামনে বাসটি থামিয়ে ড্রাইভার খালাসি পালিয়ে যায়।
বাস থেকে নেমে তারা দেখেন বাসের সামনের দিকটা ক্ষতিগ্রস্ত। তারা বুঝতে পারেন কোনো দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোটশিলা থানার পুলিশ। ওই সড়ক পথ থেকে একজন পুরুষ ও একজন মহিলাকে উদ্ধার করে কোটশিলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক উভয়কেই মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করছে কোটশিলা থানার পুলিশ। পুলিশ জানতে পেরেছে মৃতদের নাম শমলা ওরাং (৪৫) ও মহেশ ওরাং (১৯)। তাদের বাড়ি ঝালদার কাঁড়বাইদ গ্রামে। এদিন মোটর বাইক নিয়ে তারা ঝাড়খণ্ডের বোকারোর চন্দনকিয়ারী এলাকায় বিয়ে বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে।
Post Comment