নিজস্ব প্রতিনিধি, বরাবাজার: দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ কাড়ল এক যুবকের। জখম হয়েছেন একজন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পুরুলিয়া – বরাবাজার সড়কে সৎসায়েরডি মোড়ে। মৃতের নাম ভীষ্মদেব মাহাত (৩০)। তার বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার রাধাকিস্টপুর গ্রামে। তাদের উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ভীষ্মদেবকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় অন্য বাইকটির চালক হাসপাতালে চিকিৎসাধীন।
Post Comment