নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া : নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দুটি মোটর বাইককে ধাক্কা মারল একটি চার চাকার গাড়ি। গুরুতর জখম হয়েছেন বাইক আরোহী চারজন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুড়িয়া থানার সরবড়ি – শালতোড় সড়কের মুরগাবনী গ্রামের কাছে। দুর্ঘটনার পরেই গাড়ির গতি নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধে সামিল হন এলাকার মানুষজন। পরে পুলিশি আশ্বাসে ঘন্টাখানেক পর অবরোধ উঠে যায়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।
নিতুড়িয়া থানায় পুলিশ জখম বাইক আরোহীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। আহতদের পরিবারের লোকজন ওই চারজনকে পশ্চিম বর্ধমান জেলার হাসপাতালে ভর্তি করেন।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment