নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
বাড়ি থেকে এক নাবালিকাকে অপহরণ করা হয়েছে। এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ। ধৃতের নাম দেবাশীষ কুমার। তার বাড়ি বলরামপুর থানার তেঁতলো গ্রামে। উদ্ধার করা হয়েছে নাবালিকাকে। শুক্রবার বলরামপুর থানায় নিজের নাবালিকার মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। অভিযোগ, শুক্রবার ভোরে তিনি ঘুম থেকে উঠে দেখেন বিছানায় নেই বছর ১৫ র ওই কিশোরী। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা যায়, দেবাশীষ কুমার ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণের মামলা রুজু করে তদন্তে নেমে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রবিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।










Post Comment