insta logo
Loading ...
×

ফের বালি পাচার রুখল পুলিশ

ফের বালি পাচার রুখল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি ও ঝালদা: ফের অবৈধ বালি পাচার রুখল পুলিশ। দুটি আলাদা আলাদা ঘটনায় অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত কর। এবার আর রাতের অন্ধকার নয়, শনিবার সকালে বাঘমুন্ডির তপোবনে কাছ থেকে বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত হয়। চালক পলাতক। অন্যদিকে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝালদা থানার পুলিশ গোলা রোডে ডুমুরডি মোড় থেকে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে। উভয় ঘটনাতেই সুবর্ণরেখা নদী থেকে বেআইনি ভাবে বালি উত্তোলন করে পরিবহন করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। এই বাজেয়াপ্ত ট্রাক্টরের চালক ও মালিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুরুলিয়ার বাঘমুন্ডি ও ঝালদা থানার পুলিশ।

Post Comment