insta logo
Loading ...
×

গায়ত্রী মন্দিরে লক্ষ্মী পেঁচা

গায়ত্রী মন্দিরে লক্ষ্মী পেঁচা

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: হয়তাে দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তাে শুনিবে এক লক্ষ্মী-পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। — জীবনানন্দের কবিতায় শিমুলের ডালে লক্ষ্মী পেঁচা থাকলেও ঝালদায় গায়ত্রী মন্দিরের কাছ থেকে একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করল বন দফতর। শনিবার বিকেলে ঝালদার ওঝা পাড়ার ওই মন্দিরের কাছে পেঁচাটিকে দেখতে পান এলাকার মানুষজন। বিষয়টি জানানো হয় বন দফতরের পুরুলিয়া বন বিভাগের ঝালদা রেঞ্জ কার্যালয়ে। দফতরের কর্মীরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে ওই পাখিটিকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। রাতের অন্ধকারে ফের ওই এলাকায় পেঁচাটিকে ছেড়ে দেওয়া হবে।

Post Comment