নিজস্ব প্রতিনিধি, মানবাজার: শিল্পের সমাধানে শিবির চলছে পুরুলিয়া জুড়ে। জেলা জুড়ে বিভিন্ন ব্লক ও পুরসভায় এই শিবির হচ্ছে। এই শিবিরে ভিড়ে চোখ টানছে মানবাজার ১ ব্লক। চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া এই শিবির ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই শিবিরে ছোট, মাঝারি, ক্ষুদ্র শিল্পের বিভিন্ন
খুঁটিনাটির তথ্য তালাশ থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করা যাবে।পাশাপাশি শিল্প সংক্রান্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কারও কোনও সমস্যা হলে তার সমাধানও মিলবে এই শিবিরে। শনিবার সহ সপ্তাহে ৬ দিন এই শিবির হচ্ছে। রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদ থাকছে। এই শিবিরের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ কারিগরদের
আর্থিক সুবিধা স্কিম ২০২৪-র মাধ্যমে সহায়তা মিলবে।
উদ্যোগপতি বনতে চান?ব্লক-পুরসভায় চলছে শিল্পের শিবির
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment