নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
‘অ্যাক্সিডেন্ট জোন’ হয়ে গিয়েছে বলরামপুর থানা এলাকার জাতীয় সড়ক। যা এখন ধানবাদ-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক থেকে হয়ে উঠেছে ১৮ নম্বর জাতীয় সড়ক। সম্প্রসারণের মধ্য দিয়ে এই সড়ক ঝাঁ চকচকে হলেও প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। শুক্রবারও তাই হলো।
ওই দিন বিকাল পাঁচটার সময় ওই জাতীয় সড়কে বলরামপুরের নামশোল এলাকায় রাস্তা পারাপার করার সময় একটি বাইক ধাক্কা মারলে জখম হন বঙ্কিম হেমব্রম নামে এক পথচারী। তার বাড়ি বলরামপুরের আমরুহাসাতে। একইভাবে আঘাত পান মোটরবাইক চালক দীপক মন্ডল। তার বাড়ি ঝাড়খণ্ডের বোকারোতে। এই দু’জন জখমকেই বলরামপুরের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাদের চোট গুরুতর থাকায় তাদেরকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
বলরামপুরের বিজেপি বিধায়ক বাণেশ্বর মাহাতোর তত্ত্বাবধানে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিধায়ক বলেন, “শুক্রবার বিকালবেলা নামশোল এলাকায় একটি চায়ের দোকানে দলীয় কর্মীদের নিয়ে চা খাচ্ছিলাম। তখনই ওই এলাকার করমতলে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। জখম হন বাইক চালক এবং পথচারী। সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করি।”
Post Comment